Gift Card //
প্রথমে আপনাকে উপরের মেনুবার থেকে গিফট কার্ড এ ক্লিক করতে হবে।
এরপরে আপনাকে একটা গিফট কার্ড পেজে নিয়ে আসবে।
এরপরে আপনার পছন্দমত একটা গিফট কার্ড এর উপরে ক্লিক করুন।
এরপরে সাধারণ নিয়ম অনুযায়ী 'অ্যাড টু কার্ট' ক্লিক করে পেমেন্ট করে গিফট কার্ড বাই করুন।
অনলাইনে কেনাকাটার নিয়ম:
প্রথমে গিফট কার্ড অর্ডার করতে হবে অর্ডার করার পরে আপনার একাউন্টে গিফট কার্ড এর লিমিট অনুযায়ী আপনাকে একটা ব্যালেন্স আপনার ওয়ালেট এ দেওয়া হবে
পরবর্তীতে যখন সাধারণ নিয়ম অনুযায়ী আপনি কোন কিছু বায় করার জন্য চেক আউট করবেন তখন অটোমেটিকলি আপনার গিফট কার্ড অপশনটি শো করবে তখন গিফট কার্ড ক্লিক করলে আপনার ওয়ালেট থেকে টাকা কেটে নিয়ে যাবে
অফলাইন বা স্টোর থেকে কেনাকাটা নিয়ম:
গিফট কার্ড বাই করার পরে, আমাদের ফিজিকাল স্টোরে যেতে হবে।
এরপর আপনার পছন্দের পছন্দের কোন স্কিনস কেনার সময় আমাদের সেলস পারসনকে জানাতে হবে আপনি কিভাবে পেমেন্ট করতে চাচ্ছেন।
আপনার গিফট কার্ড অর্ডারকৃত ইমেইলটি জানাতে হবে এর পরবর্তীতে আপনার গিফট কার্ডের ব্যালেন্স থেকে ব্যালেন্স কাটা হবে।
গিফট কার্ড ব্যবহার করে Phone, Tablet, Earbuds, Vep mod Wrap করতে পারবেন ।
এই গিফট কার্ড কি অনলাইন অফলাইন দুই জায়গা থেকে ব্যবহার করা যাবে।
হ্যাঁ একজন ব্যক্তি একই সময়ে একের অধিক গিফট কার্ড কিনতে পারবে।
না গিফট কার্ডে ব্যালেন্স শেষ হয়ে গেলে রিনিউ করতে পারবেন না সেক্ষেত্রে পুনরায় আপনাকে গিফট কার্ড কিনতে হবে।
এবং পরবর্তীতে নতুন গিফট কার্ড এর ব্যালেন্স পূর্বে গিফট কার্ড এর সাথে যুক্ত হয়ে যাবে।
না এই গিফট কার্ড এ ব্যালেন্সে কোন মেয়াদ নেই।
আপনি আজীবন পর্যন্ত গিফট কার্ডের ব্যালেন্স ইউজ করতে পারবেন। যদি আপনার গিফট কার্ড এর ব্যালেন্স অবশিষ্ট থাকে।
গিফট কার্ড অর্ডার করার ১০ মিনিট থেকে সর্বোচ্চ ২৪ঘন্টার মধ্যে গিফট কার্ডের ব্যালেন্স ওয়ালেটে যুক্ত করে দেওয়া হবে।
আপনি সাধারণ নিয়ম অনুযায়ী একটা স্কিনস অর্ডার করবেন এবং চেক আউট করবেন।
তখন আপনার গিফট কার্ড এর অবশিষ্ট ব্যালেন্স থেকে ব্যালেন্স কেটে নেওয়া হবে এবং বাকি ব্যালেন্সটা অনলাইন পেমেন্ট করার অপশন আসবে।